৫ শতাংশ কোটার দাবিতে প্রতিবন্ধীদের শাহবাগে বিক্ষোভ
প্রকাশিত : ১৮:১৫, ১১ অক্টোবর ২০১৮
সরকারী চাকরীতে বিনা শর্তে ৫% কোটা প্রজ্ঞাপন আকারে প্রকাশ করার দাবিতে শাহবাগে বিক্ষোভ সমাবেশ করছে বাংলাদেশ প্রতিবন্ধী শিক্ষার্থী ঐক্য পরিষদ।
আজ সন্ধ্যা ৬ টা থেকে আগামীকাল সন্ধ্যা ৬ টা পর্যন্ত ধর্মঘট করার ঘোষণা দিয়েছে আন্দোলনকারীরা। আগামীকাল শুক্রবার থেকে কঠোর কর্মসূচী চলবে বলে জানান আন্দোলনকারীরা।
সংগঠনের আহবায়ক আলী হোসেন জানান, প্রতিবন্ধী হওয়া কোন অপরাধ নয়। প্রকৃতির নিয়মেই আমরা প্রতিবন্ধী। অনেক কষ্ট করে, অন্যদের চেয়ে কম সুযোগ সুবিধা পেয়ে আমরা পড়াশুনা করছি। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে পড়ালেখা করছি। আলী হোসেন প্রশ্ন রেখে বলেন, তাহলে কেন আমাদের ন্যায্য অধিকার এই ‘কোটা’ কেড়ে নেওয়া হলো?
সংগঠনের যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম জানান, আমরা কোন করুণার জন্য এখানে আসিনি। আমরা আমাদের অধিকার আদায়ের জন্য এসেছি।
এসি
আরও পড়ুন